ভারতের নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন বিনয় মোহন

বিনয় মোহন কোয়াত্রাকে ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন মোদি সরকার। হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন তিনি। বিনয় মোহন কোয়াত্রা নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন। -টাইমস অব ইন্ডিয়া
বিনয় মোহন কোয়াত্রা ১৯৮৮ ব্যাচের আইফিএস অফিসার। তিনি ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত ছিলেন এবং আমেরিকা এবং পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম-সচিব হিসেবে কাজ করেছেন। হর্ষবর্ধন শ্রিংলা পররাষ্ট্র সচিব হিসেবে তার দুই বছর মেয়াদ শেষ করেছেন। ৩০ এপ্রিল তার শেষ কর্মদিবস হবে। শ্রিংলা এখন ২০২৩ নভেম্বরে ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের সম্পূর্ণ প্রস্তুতির তত্ত্বাবধান করবেন।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯