রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমানো জরুরি: জার্মান দূত

রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানো জরুরি বলে জানিয়েছেন সফররত জার্মানির জলবায়ু বিষয়ক বিশেষ দূত জেনিফার মরগ্যান।
শনিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে সেখানে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে জার্মানিসহ অন্যান্য দেশের রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমানো জরুরি। এ ইস্যুতে জার্মানি কাজ শুরু করে দিয়েছে।
গত বুধবার (৬ এপ্রিল) বাংলাদেশ সফরে এসে জেনিফার মরগ্যান ঢাকার বাইরে সাতক্ষীরায় যান। রাত্রি যাপন করেন সুন্দরবনে। চার দিনের এই সফরে তিনি সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিতে এই যুদ্ধ আমাদের পথ দেখাচ্ছে। একটা দীর্ঘমেয়াদি সমাধানের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। জার্মানির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নিজেদের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।
জেনিফার মরগ্যান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। তাই বাংলাদেশের কাছ থেকে শিখতে ও জানতে এখানে এসেছি।
বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা দেড় ডিগ্রিতে নামিয়ে আনার জন্য বাংলাদেশ ও জার্মানি এক সঙ্গে কাজ করতে পারে। এ বছরের শেষে জার্মানি জলবায়ু ও উন্নয়ন অংশীদারত্ব পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে।
এতে জীবাশ্ম জ্বালানি থেকে সৌর বিদ্যুতে উত্তরণে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। জ্বালানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী জার্মানি বলে জানান তিনি।