পশ্চিমাদের উপর নির্ভরতা কমিয়ে আনছে রাশিয়া: লাভরভ

মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, রাশিয়ার উপর বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো এবং এর মাধ্যমে তারা রুশ অর্থনীতি ও সমাজের ওপর আঘাত হানার চেষ্টা করেছে। তবে বহু খাতে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে মস্কো।
তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়া স্পষ্ট জবাব দিয়েছে। আর তা হল খাদ্যশস্য বা প্রতিরক্ষা শিল্পের কোনো খাতেই পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল নয় মস্কো। এখন অনেক খাতেই দেশের স্বনির্ভরতা অর্জিত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের যেসব দেশ পশ্চিমা অবৈধ একতরফা শাস্তির বিরোধিতা করে, তাদের সাথে সহযোগিতা জোরদার করতে আগ্রহী রাশিয়া।
এদিন রুশ অর্থমন্ত্রী সরকারী কমিটির এক অধিবেশনে বলেছেন, অর্থ বাজারের স্থিতিশীলতার সাথে সাথে দেশের মুদ্রাস্ফীতির হারও ধাপে ধাপে হ্রাস পাচ্ছে, তা দেশের বিভিন্ন খাতের সুদের হার কমাতে সহায়ক হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে।