ইউক্রেনকে আরো অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, কানাডা, বৃটেন ও নেদারল্যান্ডস

স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রুশ-ইউক্রেন সংকট নিয়ে এক ভিডিও বৈঠক করেছেন।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রসহ তিনটি দেশ জানিয়েছে, ইউক্রেনকে আরো বেশি অস্ত্র সরবরাহ করবে তারা। আগামি কয়েক দিনের মধ্যে ইউক্রেনকে নতুন দফা সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেবেন জো বাইডেন। এর পরিমাণ প্রায় ৮০ কোটি মার্কিন ডলার।
এ খবর সত্যি হলে রুশ-ইউক্রেন সংঘর্ষের পর ইউক্রেনকে দেয়া মার্কিন সামরিক সহায়তার পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। একই দিন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট সামাজিক মাধ্যমে বলেন, ইউক্রেনকে সাজোঁয়া গাড়িসহ আরো কিছু ভারি অস্ত্র দেবে তার দেশ।
এদিন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ইউক্রেনকে সমর্থনের কথা প্রকাশ করেছেন।
সূত্র: সিআরআই।