রাশিয়াকে বহিষ্কার করল কূটনৈতিক সংস্থা ওএএস
আঞ্চলিক কূটনীতির জন্য বিশ্বের প্রাচীন সংস্থা 'অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) রাশিয়াকে বহিষ্কার করেছে। সংস্থাটিতে স্থায়ী পর্যবেক্ষক দেশ হিসেবে ছিল রাশিয়া। তবে রাশিয়ার সেই অংশগ্রহণ স্থগিত করা হয়েছে। দেশটি 'শত্রুতা শেষ না করা' পর্যন্ত এটি কার্যকর থাকবে।
বহুপাক্ষিক সংস্থাটি যুক্তরাষ্ট্রের ৩৫টি স্বাধীন দেশকে গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে একত্রিত করে। দেশগুলোর নির্বাচনে পর্যবেক্ষণের ওপর বাড়তি নজর দেওয়া হয় এই সংস্থা থেকে।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওএএস। ৭২টি দেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদাও দিয়েছে সংস্থাটি। ইউক্রেনে আগ্রাসন ও সে দেশের কিছু স্থানে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়াকে সংস্থাটি থেকে বহিষ্কার করা হলো।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানবাধিকার লঙ্ঘনকারী রুশ সরকারের পাশে আমরা দাঁড়াইনি। আমাদের গোলার্ধ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স।

অনলাইন ডেস্ক