মারিওপোলের মানুষের জীবন পুতিনের হাতে: মেয়র
মারিওপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেছেন, বিধ্ব্স্ত শহরটিতে আটকে থাকা মানুষের জীবন এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বয়চেঙ্কো যুদ্ধের শুরু থেকে মারিওপোল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার ধীরগতিতে হতাশা প্রকাশ করে আসছিলেন।
বয়চেঙ্কো বলেন, রাশিয়া মার্চের প্রথম দিকে শুরু করা মানবিক স্থানান্তর কার্যক্রমকে দুর্বল করেছে।
‘তারা আমাদের মানুষজন সরিয়ে নেওয়ার একটি মানচিত্র দিতে বলেছিল। আমরা তা দিয়েছি। (তারা জিজ্ঞেস করল) আপনাদের কাছে কয়টি বাস আছে? আমরা বাসের সংখ্যা জানালাম। …তারা মানচিত্র দেওয়া সেই জায়গাগুলো ধ্বংস করেছে। ধ্বংস করেছে আমাদের বাসগুলো,’ অভিযোগ মেয়রের।
বয়চেঙ্কো বলেন, শহরটিতে এখনও এক লাখ মানুষ আটকে আছে। শহরে নিজেদের শেষ ঘাঁটি আজভস্তাল ইস্পাত কারখানায় থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করতে যাচ্ছে না বলেও জানান তিনি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র আরো বলেছেন, ‘এটা বোঝা জরুরি যে, এখনও যারা বেঁচে আছে, তাদের প্রাণ কেবল একজন ব্যক্তির হাতে - ভ্লাদিমির পুতিন। ’
সূত্র: বিবিসি।

অনলাইন ডেস্ক