ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৬
ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াকের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমেক জানিয়েছেন, ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় তিন মাস বয়সের এক শিশুসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ।
ওডেসার আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোললে ক্ষেপণাস্ত্র হামলাসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় রাশিয়ার সামরিক বাহিনী। এছাড়াও দুই মাসের বেশি সময় ধরে চলা রুশ বাহিনীর এই সামরিক অভিযানে পূর্ব ইউরোপের দেশটি পায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

অনলাইন ডেস্ক