রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ওডেসা বিমানবন্দর
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসা বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রানওয়েটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কারণে ওডেসা রানওয়েটি আর ব্যবহারের কোনো উপায় নেই।
সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের বার্তা সংস্থা ইউএনআইএএন ওডেসায় একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার অনুরোধ করেছে।
ওডেসার আঞ্চলিক গভর্নর মাকসিম মার্চেঙ্কো জানায়, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

অনলাইন ডেস্ক