প্রকাশিত : ৩ মে, ২০২২ ১৫:২৯

রোড শোতে অংশ নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন মমতা

অনলাইন ডেস্ক
রোড শোতে অংশ নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন মমতা

ঈদুল ফিতর উপলক্ষে এদিন রেড রোডে এক সমাবেশ আয়োজন করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

রোড শো-তে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যে মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি রাজ্যবাসীকে শান্তি, সম্প্রীতির বার্তা দেন।

মমতা  বিজেপির নাম না নিয়ে দলটির উদ্দেশ্যে ধারালো বক্তব্য প্রদান করেন।

একই সঙ্গে বাংলাবাসীকে ‘বিভক্তকারী শক্তি’থেকে  সতর্ক  থাকার পরামর্শও প্রদান করেন মমতা। তিনি জানান, তিনি লড়াই চালিয়ে যাবেন। সবার জন্য ‘ভালো দিন’ আনার বার্তাও দেন।

মমতা বলেন, ‘আমি বাংলার তরফে সবাইকে ঈদ মুবারক জানাতে চাই। পুরো বিশ্বে শান্তি থাকুক। আর পুরো বিশ্ব দেখুক যে বাংলায় যেরকম ঐক্য রয়েছে, সেরম ভারতের আর কোনও জায়গায় নেই। তাই ওরা হিংসা করে। যত হিংসা করে ততই অপমান করে। আমাকে ওরা অনেক অপমান করেছেন। সামনের দিনে আরও অপমান করবে আমাকে ওরা... করতে দিন, আমি ভয় পাই না কাউকে। আমি ভীতু নই, কাফির নই। আমি লড়াই করি, লড়াই করতে জানি। আমরা মরতেও জানি, গড়তেও জানি। আমরা লড়তে জানি। ভয় পাবেন না, লড়াই করুন।’

উপরে