প্রকাশিত : ৩ মে, ২০২২ ১৫:৪৩

কিয়েভে ১২ শতাধিক মরদেহ খুঁজে পেয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক
কিয়েভে ১২ শতাধিক মরদেহ খুঁজে পেয়েছে ইউক্রেন

ইউক্রেনের কিয়েভ অঞ্চল থেকে এক হাজার ২০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এসব ইউক্রেনীয় নাগরিক রুশ সেনাদের হাতে নিহত হয়েছেন।

কিয়েভ অঞ্চলের পুলিশ প্রধান অ্যান্ড্রি নেবিতভ বলেছেন, 'দুভার্গ্যজনকভাবে আমরা প্রায়দিনই রুশ সেনাদের ভয়াবহতা এবং অপরাধ অবলোকন করছি।

তিনি আরো বলেছেন, এক হাজার ২০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিন্দিত নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের শরীরে ‘ইহুদিদের রক্ত’ ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এ মন্তব্যের নিন্দা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, লাভরভের বক্তব্য "অমার্জনীয়"।

ইউক্রেনের প্রেসিডেন্ট ধর্মবিশ্বাসে ইহুদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নির্দেশে পরিচালিত নিধনযজ্ঞে ৬০ লাখ ইহুদির প্রাণ যায়।

তবে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে নাৎসি আদর্শের দেশ বলে আখ্যায়িত করে আসছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সেই অবস্থানকে সমর্থনের জন্যই এই মন্তব্য করেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার রাষ্ট্রদূতকে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

লাভরভ রবিবার ইতালীয় টিভি অনুষ্ঠান জোনা বিয়াঙ্কায় একটি সাক্ষাত্কারে ওই মন্তব্য করেন।
সূত্র: আল-জাজিরা।

উপরে