প্রকাশিত : ৩ মে, ২০২২ ১৫:৪৬

যৌন অপরাধের ব্যাপারে রাশিয়াকে জবাবদিহি করতে হবে: ইউক্রেন

অনলাইন ডেস্ক
যৌন অপরাধের ব্যাপারে রাশিয়াকে জবাবদিহি করতে হবে: ইউক্রেন

কানাডায় নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ইউলিয়া কোভালিভ বলেছেন, ইউক্রেনের শিশুদের ওপর যৌন হয়রানির অপরাধে রাশিয়ার সৈন্যদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।  

কানাডার হাউস অব কমন্স কমিটিকে তিনি বলেছেন, রাশিয়া যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনে রুশ সৈন্যদের যৌন নিপীড়নকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে।

তিনি আরো বলেছেন, অনেক শিশুকে জোরপূর্বক রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে।

নিখোঁজ শিশুদের ফিরিয়ে নিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

তবে ইউক্রেনে রুশ সৈন্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ক্রেমলিন।   

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)।  

কিয়েভ অঞ্চল থেকে এক হাজার ২০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এসব ইউক্রেনীয় নাগরিক রুশ সেনাদের হাতে নিহত হয়েছেন।

কিয়েভ অঞ্চলের পুলিশ প্রধান অ্যান্ড্রি নেবিতভ বলেছেন, 'দুভার্গ্যজনকভাবে আমরা প্রায়দিনই রুশ সেনাদের ভয়াবহতা এবং অপরাধ অবলোকন করছি।

তিনি আরো বলেছেন, এক হাজার ২০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্র : আলজাজিরা।

উপরে