‘আমি যদি রহস্যজনক পরিস্থিতিতে মারা যাই...’
টেসলার প্রধান নির্বাহী ও টুইটারের বর্তমান মালিক ইলন মাস্কের টুইট ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। এবার নিজের মৃত্যু নিয়ে রহস্যজনক তথ্য দিলেন মাস্ক।
তিনি টুইটে বলেন, ‘আমি যদি রহস্যজনক পরিস্থিতিতে মারা যাই, জেনে ভালো লাগলো।’
ক’দিন আগেই টুইটার কিনেছেন মাস্ক। তবে হঠাৎ কেন তার কণ্ঠে এমন সুর, সেই কারণ খুঁজতে গিয়ে অনেকেই বলছেন হয়তো রাশিয়ার কাছ থেকে হুমকি পেয়েছেন মাস্ক।
কারণ তিনি ইউক্রেনের পক্ষ নিয়ে তার কোম্পানি স্পেস এক্সের দুটি স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রেখেছেন।
যদিও অনেক টুইট ব্যবহারকারী এটাকে মাস্কের নিছক রসিকতা হিসেবেই দেখছেন।
সূত্র: এনডিটিভি
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

অনলাইন ডেস্ক