ইউক্রেনে স্কুলে বোমা হামলায় নিহত ৬০, জানালেন জেলেনস্কি
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি স্কুলে বোমা হামলায় ৬০ জনের মতো মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর আগে গতকাল রবিবার লুহানস্কের গভর্নর শেরহি হাইদাই জানিয়েছিলেন, বোমা হামলার সময় ওই স্কুলটিতে ৯০ জন বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা গেছে। সেসময় আটকে পড়া ৬০ জন মারা যেতে পারেন বলেও তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন।
গভর্নরের দাবি, রাশিয়ার বিমান থেকে গত শনিবার স্কুলটিতে বোমা ফেলা হয়। তবে রাশিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
এই ঘটনায় জাতিসংঘের মহাসচিব বলেছেন, তিনি আতঙ্কিত। যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেও বলেছেন তিনি।
সূত্র: বিবিসি
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

অনলাইন ডেস্ক