প্রকাশিত : ১২ মে, ২০২২ ১২:১৬

অশনির দাপটে অন্ধ্রপ্রদেশের সৈকতে ‘সোনার রথ’

অনলাইন ডেস্ক
অশনির দাপটে অন্ধ্রপ্রদেশের সৈকতে ‘সোনার রথ’

ঘূর্ণিঝড় যে সবকিছু উড়িয়ে নিয়ে যায় তাই নয়, মাঝে মাঝে মূল্যবান কিছু ফিরিয়েও দেয়। ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অশনির দাপটে এবার সমুদ্র সৈকতে ভেসে এলো একটি ‘সোনার রথ’। ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক খবরে এই রথ ভেসে আসার ঘটনা সম্পর্কে জানা যায়।

মঙ্গলবার (১০ মে) অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের জেলার একটি সৈকতে দেখা যায় সোনার রথ ভেসে আসার ওই চিত্র। অশিনির বাতাসের দাপটে উত্তাল হওয়া সমুদ্রের পাড়ে ভাসতে দেখা যায় একটি সোনালি রঙের রথ।

রথটি দেখতে পেয়ে স্থানীয় জনগণ সমুদ্রের পানিতে নেমে ছুটে চলে যান সেটির কাছে। রথটিকে টেনে সমুদ্রের পাড়েও তুলে আনেন তারা। প্রকৃতপক্ষে রথটি সোনার নির্মিত নয়, রথের গায়ের সোনালি রঙের প্রলেপেরে কারণেই হঠাৎ করে সেটিকে সোনার রথ মনে করে ফেলবেন অনেকে।

সমুদ্রে ভেসে আসা এই রথ সম্পর্কে শ্রীকাকুলামের নাউপাড়া এলাকার দায়িত্বরত সাব ইন্সপেক্টর জানান, রথটির বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। সম্ভবত এটি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে সমুদ্রের পানিতে ভেসে এসেছে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও খবর দেয়া হয়েছে।

উপরে