প্রকাশিত : ১২ মে, ২০২২ ১২:২২

সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া ২৮২ ভারতীয় সেনার দেহাবশেষের সন্ধান

অনলাইন ডেস্ক
সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া ২৮২ ভারতীয় সেনার দেহাবশেষের সন্ধান

১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধে (সিপাহি বিদ্রোহে) অংশগ্রহণকারী ২৮২ জন ভারতীয় সৈন্যের কঙ্কাল অমৃতসরের কাছে নৃতাত্ত্বিক খননকাজের সময় পাওয়া গেছে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জে এস সেহরাওয়াত এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির। 

খবরে বলা হয়েছে,  ১৮৫৭ সালে বন্দুকের কার্তুজে শূকর ও গরুর মাংসের চর্বি ব্যবহারের প্রতিবাদে বিদ্রোহ করেছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সেনারা।

ডক্টর জে এস সেহরাওয়াত বলেন, ‘এই সেনারা ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতাসংগ্রামে অংশ নিয়েছিলেন। ২৮২ সেনার দেহাবশেষ পাঞ্জাবের অমৃতসরের কাছে আজনালায় একটি ধর্মীয় স্থাপনার নিচে খননের সময় পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘গবেষণা বলছে, সেনারা কার্তুজে শূকর ও গরুর চর্বি ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। উদ্ধার হওয়া মুদ্রা, মেডেল, ডিএনএ গবেষণা, মৌলিক বিশ্লেষণ, নৃতাত্ত্বিক, রেডিও-কার্বন পরীক্ষা ও অন্যান্য সব বিষয় একই দিকে ইঙ্গিত করছে।’

১৮৫৭ সালের ওই বিদ্রোহকে কিছু ইতিহাসবিদ ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন। ব্রিটিশ সেনাবাহিনীতে নিযুক্ত কিছু ভারতীয় সিপাহী ওই বিদ্রোহ করেছিলেন।

উপরে