বৈশ্বিক নিরাপত্তা হুমকিতে, বললেন ইইউ প্রধান
বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বর্তমানে জাপান সফরে থাকা মিশেল শুক্রবার সকালে হিরোশিমা শহর পরিদর্শন করেন। ১৯৪৫ সালে এ শহর প্রথম পারমাণবিক বোমা হামলার শিকার হয়েছিল। চার্লস মিশেল সেখানে একটি স্মৃতিসৌধ পরিদর্শনের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছিলেন।
তিনি বলেন, ‘আমরা যেটা বলে থাকি, বিশ্বব্যাপী নিরাপত্তা হুমকির মুখে।’ তিনি বলেন, রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ, যে সার্বভৌম ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। এ সময়ে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য ইঙ্গিতও দিয়েছে।
মিশেল বলেন যে, স্মারকটি আন্তর্জাতিক নীতিগুলোকে শক্তিশালী করার জন্য ‘প্রয়োজনীয়তার একটি কঠোর অনুস্মারক।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি লোক।
সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।
রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

অনলাইন ডেস্ক