প্রকাশিত : ১৫ মে, ২০২২ ১১:০৭

ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের হুমকির অভিযোগা

অনলাইন ডেস্ক
ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের হুমকির অভিযোগা

ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের শারীরিক সহিংসতার হুমকি দেয়া হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের উদ্ধৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রলোভন দেখানোর উদ্দেশ্যেই ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের সঙ্গে মার্কিন গোয়েন্দারা যোগাযোগের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

শনিবার রাশিয়ার একটি টেলিভিশনকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রুশ কূটনীতিকদের মুখোমুখি দেখা-সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে।

আনাতোলি আন্তোনভ আরও বলেন, যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসের অবস্থা একটি অবরুদ্ধ দুর্গের মতো। মূলত রুশ দূতাবাস একটি প্রতিকূল পরিবেশে কাজ করছে। দূতাবাসের কর্মীরা শারীরিক সহিংসতার হুমকি পর্যন্ত পাচ্ছেন।

আনাতোলি আন্তোনভ জানান, মার্কিন নিরাপত্তা সংস্থার এজেন্টরা রুশ দূতাবাসের বাইরে ঘোরাঘুরি করেন। রুশ কূটনীতিকদের প্রলুব্ধ করতে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন।

উপরে