প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৭:৩৬

কূটনৈতিক সমাধানেই পারে ‘ইউক্রেন যুদ্ধের’ অবসান ঘটাতে

অনলাইন ডেস্ক
কূটনৈতিক সমাধানেই পারে ‘ইউক্রেন যুদ্ধের’ অবসান ঘটাতে

দুই পক্ষের মধ্যে আলোচনায় বর্তমান অচলাবস্থা সত্ত্বেও ইউক্রেনের যুদ্ধ একমাত্র কূটনীতির মাধ্যমে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের একটি টেলিভিশনে বক্তৃতাকালে তিনি পরামর্শ দিয়ে বলেন, তার দেশ যুদ্ধক্ষেত্রে বিজয়ী হতে পারে - তবে কিছু বিষয় কেবলমাত্র ‘আলোচনার টেবিলে’ চূড়ান্ত হতে পারে।

তিনি বলেন, যুদ্ধে মানুষ রক্তাক্ত হবে, কিন্তু কূটনীতির মাধ্যমে নিশ্চিতভাবে এর সমাধান হবে।

তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন, কাজটি সহজ হবে না কারণ উভয় পক্ষই ছাড় চায় না।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তি করার ফলে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে তাদেরকে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

এর আগে মঙ্গলবার কিয়েভের প্রধান আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেছেন, আলোচনা স্থগিত রয়েছে। পরের দিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কিয়েভ কর্তৃপক্ষের বিরুদ্ধে শত্রুতা শেষ করার জন্য আলোচনা চালিয়ে যেতে চায় না বলে অভিযুক্ত করেন।

রাশিয়ান সংবাদ সংস্থাগুলি বলছে, ইউক্রেন-রাশিয়ার মধ্যে শেষ বৈঠকটি হয়েছিল প্রায় এক মাস আগে, ২২ এপ্রিল।

উপরে