প্রকাশিত : ২২ মে, ২০২২ ১৫:০১

ন্যাটো প্রধানের সঙ্গে এরদোগানের ফোনালাপ

অনলাইন ডেস্ক
ন্যাটো প্রধানের সঙ্গে এরদোগানের ফোনালাপ

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ন্যাটো প্রধানকে এরদোগান বলেন, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি সমর্থন করার আগে আঙ্কারার উদ্বেগের সমাধান করতে হবে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সুইডেন এবং ফিনল্যান্ড স্পষ্টভাবে দেখাবে না যে, তারা মৌলিক বিষয়ে বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে, আমরা ওই দেশগুলোর ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখব না।
উল্লেখ্য, ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের ব্যাপক সমর্থন রয়েছে।

সূত্র: আল জাজিরা

উপরে