প্রকাশিত : ৬ জুন, ২০২২ ১২:০১

আগ্নেয়গিরির ঘন ছাইয়ে ঢেকে গেছে ফিলিপাইন, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
আগ্নেয়গিরির ঘন ছাইয়ে ঢেকে গেছে ফিলিপাইন, সতর্কতা জারি

ফিলিপাইনের পূর্বাঞ্চলে বুলুসান আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বিশাল এলাকা ঘন কালো মেঘ ও ছাইয়ে ঢেকে গেছে। এর ফলে নিকটবর্তী শহরগুলো থেকে লোকজনকে সরিয়ে নিতে হয়েছে। রবিবার (৫ জুন) কর্তৃপক্ষ সম্ভাব্য আরও অগ্ন্যুৎপাতের বিষয়ে সতর্ক করেছে। খবর রিপাবলিক ওয়ার্ল্ড'র।

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সোরসোগন প্রদেশের বুলুসান আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায় ১৭ মিনিট স্থায়ী হয়। কোনো হতাহতের খবর পাওয়া না-গেলেও কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
 
রাজধানী ম্যানিলার প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে সোরসোগনের স্থানীয় সরকার জানিয়েছে, দুটি শহরের ১০টি গ্রাম ছাইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জুবান শহরের বাড়ি, রাস্তা এবং গাছগুলো ছাইয়ে ঢেকে গেছে। ঝাপসা দৃষ্টিসীমার কারণে যানবাহন রাস্তায় চলাচল করতে বেশ অসুবিধায় পড়েছে।

উপরে