প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৪:৫৪

মারিউপোলে নিহত ইউক্রেনীয় সেনাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক
মারিউপোলে নিহত ইউক্রেনীয় সেনাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর

বন্দরনগরী মারিউপোলে নিহত ইউক্রেনীয় কিছু সেনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউক্রেনের আজভ ব্যাটালিয়ন ইউনিটের পরিবারের সদস্যরা এই তথ্য জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী মারিউপোল দখলের চেষ্টা করে। ইউক্রেনীয় আজভ ব্যাটালিয়নের সেনারা শহরটি রক্ষার চেষ্টা করেন। কিন্তু রুশ হামলার মুখে একপর্যায়ে তারা আজভস্তাল ইস্পাত কারখানার ভেতর অবস্থান নেন। সেখান থেকে তারা রুশপন্থী সেনাদের কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের রাশিয়া কাস্টডিতে রেখেছে। ইউক্রেন বলছে, বন্দী বিনিময় করে সেনাদের ফিরিয়ে আনবেন। রাশিয়ার কিছু আইনপ্রণেতা মারিউপোলে আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন।

উপরে