প্রকাশিত : ১১ জুন, ২০২২ ১১:৩১

ভারতের রাঁচিতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
ভারতের রাঁচিতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ২

বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের মহানবিকে (সা) নিয়ে অবমাননাকর মন্তব্যের পর থেকেই উত্তাল হয়ে রয়েছে ভারত। তাদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার থেকে দেশটির নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে। এসময় রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। জানা গেছে, এই সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ জানান, পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নেয়া দুই ব্যক্তি মারা গেছেন। এছাড়া আহত অন্য ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, শুক্রবার ডেইলি মার্কেটের কাছে রাঁচি মূল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মুসলিম। এসময় তাদের প্রতিহত করতে পুলিশ গুলি চালালে অন্তত ২ জন নিহত এবং ১০ জনের বেশি গুরুতর আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হনুমান মন্দিরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু লোক উল্টো পাথর ছুড়তে শুরু করে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় সংঘর্ষে সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র কুমার ঝা গুরুতর আহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

উপরে