প্রকাশিত : ১২ জুন, ২০২২ ১৪:৩২

চুরির শাস্তি হিসেবে ইরানে ৮ ব্যক্তির আঙুল কাটার নির্দেশ

অনলাইন ডেস্ক
চুরির শাস্তি হিসেবে ইরানে ৮ ব্যক্তির আঙুল কাটার নির্দেশ

চুরির শাস্তি হিসেবে ইরানে ৮ ব্যক্তির আঙুল কাটার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এই সাজাকে অমানবিক বলে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

ইরানের আব্দুররহমান বোরোমান্ড সেন্টার ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছে, সাজাপ্রাপ্তদের বৃহত্তর তেহরান কারাগারে আটকে রাখা হয়েছে। চুরির শাস্তি হিসেবে তাদের এক হাতের আঙুল কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

তেহরানের এভিন কারাগারে সাজাপ্রাপ্তদের আঙুল কাটার উদ্দেশে গিলোটিনের মতো ডিভাইস চালু করা হবে। সেটি চালু হওয়ার পরে অভিযুক্তদের শাস্তি কার্যকর করা হবে।
গত ৮ জুন আট সাজাপ্রাপ্তকেই ইভিনে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল আঙুল কাটার জন্য। যদিও পরে সে নির্দেশ অজ্ঞাত কারণে স্থগিত করা হয়।

সূত্র: আরব নিউজ

উপরে