প্রকাশিত : ১২ জুন, ২০২২ ১৪:৩৪

মে মাসে কানাডায় বেকারত্বের হার রেকর্ড সর্বনিম্নে

অনলাইন ডেস্ক
মে মাসে কানাডায় বেকারত্বের হার রেকর্ড সর্বনিম্নে

মে মাসে কানাডার বেকারত্বের হার রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে। প্রত্যাশার চেয়ে দেশটিতে বেশি কর্মসংস্থান তৈরি হওয়ায় শ্রমবাজার শক্তিশালী হয়েছে। পাশাপাশি দেশটিতে মজুরিও বৃদ্ধি অব্যাহত রয়েছে। খবর রয়টার্স।

কানাডার পরিসংখ্যান অফিস জানিয়েছে, মে মাসে নিট ৩৯ হাজার ৮০০ জন নতুন কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। এ সময়ে দেশটির বেকারত্ব হার ৫ দশমিক ১ শতাংশে নেমেছে। যদিও এ হার ৫ দশমিক ২ শতাংশে অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

মে মাসে স্থায়ী কর্মীদের ঘণ্টাপ্রতি গড় মজুরি ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যেখানে এপ্রিলে মজুরি বাড়ার হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ। এ হার ২০১৯ সালের পর সর্বোচ্চ। এ পরিস্থিতি ব্যাংক অব কানাডাকে সুদের হার বাড়াতে আরও প্ররোচিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টিডি সিকিউরিটিজের কানাডীয় স্ট্র্যাটেজিস্টের প্রধান অ্যান্ড্রু কেলভিন বলেন, শ্রমবাজারের ইতিবাচক পরিস্থিতি অবশ্যই সুদের হার বাড়ানোর পরিকল্পনাকে শক্তিশালী করেছে। এজন্য আগামী মাসে ৭৫-বেসিস পয়েন্ট বাড়বে বলেই মনে হচ্ছে।

এটি ব্যাংক অব কানাডার জন্য আরেকটি সংকেত যে তারা তাদের হার বৃদ্ধির বক্ররেখা থেকে কিছুটা পিছনে রয়েছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে সুদের হার ১ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ৫০-বেসিস পয়েন্ট বাড়িয়ে তোলা হলো। যা ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ। ব্যাংক বলেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন হলে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে।

উপরে