প্রকাশিত : ২২ জুন, ২০২২ ১০:৫১

মহাকাশে প্রথম নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার

অনলাইন ডেস্ক
মহাকাশে প্রথম নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার

দ্বিতীয় প্রচেষ্টার পর কক্ষপথে সফলভাবে দেশের প্রথম অভ্যন্তরীণ রকেট উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ উপকূলের নারো স্পেস সেন্টার গোহেউং উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বিশ্বে সপ্তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করল দক্ষিণ কোরিয়া। খবর নিউইয়র্ক টাইমস'র।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুন) বিকেল ৪টায় রকেটটি উৎক্ষেপণের ২ মিনিট ৩ সেকেন্ড পর এর প্রথম অংশটি বাকি রকেট থেকে আলাদা হয়ে যায়। তিন ধাপে রকেটটি ৭০০ কিলোমিটারের কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়। 

এটি কোরিয়ার যুগান্তকারী পদক্ষেপ, যা দেশটিতে মহাকাশ প্রযুক্তির এক নতুন যুগের সূচনা। যদিও গত বছরের অক্টোবরে প্রথম উৎক্ষেপণ করে তিন পর্যায়ের ইঞ্জিনটি দ্রুত বন্ধ হয়ে যাওয়ায় স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা যায়নি। 
মহাকাশে নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণের এই সাফল্য ২০৩১ সালের মধ্যে চাঁদে একটি চন্দ্র মডিউল অবতরণ করার জন্য দক্ষিণ কোরিয়ার মহাকাশ উচ্চাকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলবে বলে আশা করছে দেশটির বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়। 

উপরে