প্রকাশিত : ২২ জুন, ২০২২ ১৩:০৩

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৫০

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৫০

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছেন।

বুধবার (২২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প পাকিস্তান ও ভারত অনুভূত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের দৃশ্য উঠে এসেছে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, মৃতের সংখ্যা ২৫০ জনের বেশি হতে পারে এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

রয়টার্সের বরাত দিয়ে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এই ভূমিকম্পের তীব্রতা অনুভত হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলেছে, ভূমিকম্পটি পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু অংশ কেঁপেছে।

উপরে