ভারতের হিমাচলে বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ১৬
ভারতের হিমাচল প্রদেশের কুলুতে বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের সংবাদ সংস্থা এএনআই আজ সোমবার সকালে এ খবর প্রকাশ করেছে।
এএনআই সূত্রে জানা গিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল।
কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

অনলাইন ডেস্ক