গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান এনএইচকে বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে জাপানের শিনজো আবে দেশটির নারা শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন।
বার্তা সংস্থা এএফপি এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে নারা অঞ্চলের কাশিহারা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানান, শিনজো আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। সেসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে ৬৭ বছর বয়সী শিনজো আবের ঘাড়ের ডান পাশে এবং বাম কলারবোনে আঘাত লাগে। ওই সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ চেষ্টা এবং অস্ত্রপচারের পরও অবশ্য তাকে বাঁচানো যায়নি।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা হামলাকে ‘জঘন্য কাজ’ বলে নিন্দাও জানিয়েছেন।
জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।
আবের ওপর হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন ফুমিও কিশিদা।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাইরে থাকা সব মন্ত্রীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
হত্যাচেষ্টা সন্দেহে ৪১ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার নাম ইয়ামাগামি তেতসুয়া। তার কাছ থেকে পাওয়া একটি বন্দুক জব্দ করেছে পুলিশ।

অনলাইন ডেস্ক
