রাশিয়াকে সশস্ত্র ড্রোন দিতে প্রস্তুত ইরান: ওয়াশিংটন
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে সশস্ত্র ড্রোন এবং এগুলো পরিচালনায় রুশ সেনাদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।
গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে, রাশিয়াকে ১০০টি ড্রোন এবং এগুলোর জন্য অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইরান।
সালিভ্যান আরো বলেন, এগুলোর ব্যবহার শেখাতে রুশ সেনাদের প্রশিক্ষণ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে ইরান। চলতি মাসেই প্রশিক্ষণ শুরু হতে পারে।
তিনি বলেন, ইরান ইতিমধ্যে এমন ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছে কি না তা স্পষ্ট নয়। ইউক্রেনের প্রতিরক্ষায় এবং ইউক্রেনীয়দের সহযোগিতা করে যাবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে নিশ্চিহ্ন করে দিতে রাশিয়ার চেষ্টা সফল হবে না।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

অনলাইন ডেস্ক