মালদ্বীপ ছেড়েছেন গোতাবায়া রাজাপক্ষে
শ্রীলঙ্কার 'দেশত্যাগী' প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়ে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মালদ্বীপ ছেড়ে চলে গেছেন। ডেইলি মিরর পত্রিকা এ খবর জানিয়েছে।
গোতাবায়া তার স্ত্রী এবং কলম্বো থেকে তার সঙ্গে পালিয়ে যাওয়া দুই নিরাপত্তা কর্মকর্তাসহ সিঙ্গাপুরে যাচ্ছেন। মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ সদসরা তাকে বিমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। আগেই গুঞ্জন ছিল যে গোতাবায়া মালদ্বীপ থেকে দুবাই বা সিঙ্গাপুর যাবেন।
সূত্র : ডেইলি মিরর (শ্রীলঙ্কা)।

অনলাইন ডেস্ক