পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবি, ২১ জনের প্রাণহানি
পাকিস্তানে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এবং আরো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।
ডন নিউজ জানিয়েছে, মৃতদের মধ্যে ১৯ জন নারী এবং দুই শিশু রয়েছে। গতকাল সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিন্ধু নদীতে মর্মান্তিক নৌকাডুবি ও প্রাণহানির ঘটনাটি ঘটেছে।
আলজাজিরা জানিয়েছে, ওই নৌকায় বিয়ের শতাধিক অতিথি ছিলেন। পাঞ্জাবের মাচকা পুলিশ সীমানার কাছে সিন্ধু নদীতে নৌকাটি ডুবে যায়। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়া এবং জোয়ারের কারণে নৌকাটি ডুবে গেছে বলে স্থানীয়দের ধারণা।
শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে সোমবার মাচকা থানার হাউস অফিসারের কাছ থেকে একটি ফোন পায় জরুরি সেবায় নিযুক্ত দপ্তর। এরপর উদ্ধার তৎপরতা শুরু হয়।
সূত্র: দ্য ডন, আলজাজিরা

অনলাইন ডেস্ক