ভারতের রাষ্ট্রপতি নির্বাচন: ৫৪০ ভোট পেয়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনে ভোট গণনা শুরু হয়। ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু।
রাজ্যসভার মহাসচিব পিসি মোদি জানিয়েছেন, প্রথম রাউন্ডের ভোটর গণনার পর দেখা গেছে মুর্মু পেয়েছেন ৫৪০ ভোট যার মূল্য ৩ লাখ ৭৮ হাজার। যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮টি ভোট। যার মূল্য ১ লাখ ৪৫ হাজার ৬০০।
আজ বিকাল সাড়ে চারটায় গণনা শেষে চূড়ান্ত ফল নিশ্চিত হওয়া যাবে। দ্রৌপদী জিতলে তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি হবেন এবং দেশটির প্রথম আদিবাসী নারী হিসেবে এই পদে বসবেন। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিয়ে গোড়া থেকেই কোনো সংশয় ছিল না। যত দিন গিয়েছে তার দিকে সমর্থনের পাল্লা ভারী হয়েছে। অঙ্কের হিসেবে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার পক্ষে আছে ৪০ শতাংশের কাছাকাছি ভোট। কিন্তু ক্রস ভোটিং ঠেকানো না গেলে দ্রৌপদীর জয়ের মার্জিন দুই-তৃতীয়াংশ ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে দ্রৌপদীকে সমর্থনের কথা জানিয়েছে ৩৬টি দল। আর যশবন্তের পক্ষে আছে ১৬ দলের সমর্থন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন লোকসভার ৫৪৩ ও রাজ্যসভার ২৩৩ সাংসদ এবং বিভিন্ন রাজ্যের ৪ হাজার ৩৩ জন বিধায়ক। গত বছরের তুলনায় এবার ৮৭ জন ভোটার কম। জম্মু-কাশ্মীরের বিধানসভা বর্তমানে না থাকায় সেখানকার ৮৭ জন বিধায়ক এবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

অনলাইন ডেস্ক