প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ১২:২০

ইউক্রেনের জন্য এ যাবতকালের সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ দিচ্ছে আমেরিকা

অনলাইন ডেস্ক
ইউক্রেনের জন্য এ যাবতকালের সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ দিচ্ছে আমেরিকা

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের জন্য এ যাবতকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের পরিমাণ ১০০ কোটি ডলারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাইডেন প্রশাসনের তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলে দাবি করেছে আল-জাজিরা।

এ প্যাকেজের আওতায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মেডিকেল–সুবিধাসংবলিত সাঁজোয়া যান রয়েছে। থাকছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স)।
প্যাকেজটি আগামী সোমবারের দিকে ঘোষণা করা হতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ পর্যন্ত ৮৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

উপরে