প্রকাশিত : ৭ আগস্ট, ২০২২ ১১:২৫

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পোলিশ তীর্থযাত্রী নিহত

অনলাইন ডেস্ক
ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পোলিশ তীর্থযাত্রী নিহত

ক্রোয়েশিয়ায় পোল্যান্ডের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ১২ তীর্থযাত্রী নিহত ও ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (৬ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সেন্ট জোসেফ ক্যাথলিক গোষ্ঠীর ব্রাদারহুডের আয়োজনে এই সফরে তিনজন যাজক ও ছয়জন নানও ছিলেন। তারা বসনিয়ার মেদজুজর্জি নামে একটি ক্যাথলিক উপাসনালয় ভ্রমণে বের হন।

নিহতরা সবাই পোল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শুক্রবার রাতে পোলিশ শহর চেস্তোচোয়া থেকে প্রার্থনার পর বাসটি রওনা হয়। দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় ৫ টা ৪০ মিনিটে।

ক্রোয়েশিয়ার জাগরেবের উত্তর-পূর্বে এ-৪ সড়কে জারেক বিসাস্কি ও পোদভোরেক গ্রামের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পোল্যান্ডের আইনমন্ত্রী ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পোলিশ মন্ত্রী ক্রোয়েশিয়া যাচ্ছেন বলে জানা গেছে।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভি এ ঘটনায় নিহতদের জন্য শোকপ্রকাশ করেছেন। ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। টুইটার বার্তায় তিনি বলেন, ক্রোয়েশিয়ার জরুরি সেবা যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

কথিত আছে, আশির দশকে স্থানীয় শিশুরা সেখানে কুমারী মাতা মেরির দর্শন পায়। এরপর থেকেই পোল্যান্ডের মানুষের কাছে ছোট শহর মেদজুজর্জি তীর্থযাত্রা খুবই জনপ্রিয়।

সূত্র: বিবিসি

উপরে