প্রকাশিত : ৮ আগস্ট, ২০২২ ১৩:২৫

রাজস্থানে মন্দিরে প্রবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ৩

অনলাইন ডেস্ক
রাজস্থানে মন্দিরে প্রবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ৩

ভারতের রাজস্থানে একটি মন্দিরে প্রবেশের সময় হুড়োহুড়ি করে প্রবেশ করতে গিয়ে পদদলিত হয়ে তিনজন নিহত এবং দুই জন আহত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) ভোরের দিকে খাতু শ্যাম জি মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত দুইজনকে উদ্ধার করে জয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্য পুলিশ জানিয়েছে, ভোরবেলা মন্দিরে প্রবেশের জন্য অসংখ্য মানুষ ভিড় করছিল বাইরে। একপর্যায়ে মন্দিরের প্রবেশ মুখে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে তিন জনের মৃত্যু হয়। নিহতরা তিনজনই নারী।

সিকারের পুলিশ সুপার কুনওয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেখানে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

হিন্দু সম্প্রদায়ের কাছে এই দিনটিতে খাতু শ্যাম জির দর্শন শুভ বলে মনে করা হয়।

এদিকে, টুইটবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

উপরে