গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক করেছে। তিন দিনের ব্যাপক সংঘাতের পর ইসলামি জিহাদ যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে দুর্বল অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও এ সংস্থার অনেক সদস্য দেশ সেখানে সংঘাতের ব্যাপারে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে। খবর এএফপির।
বৈঠকের শুরুতে ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া বক্তব্যে জাতিসংঘ মধ্যপ্রাচ্যবিষয়ক দূত টর উইনেসল্যান্ড সতর্ক করে বলেন, ‘ফের যুদ্ধ শুরু হলে পরিণতি হবে ভয়াবহ।’ তিনি সতর্ক করে বলেন, ‘এ অস্ত্রবিরতি ভঙ্গুর।’
রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জোর দিয়ে বলেন, ‘সেখানে আবারও সংঘাত ছড়িয়ে পড়ায় নিরাপত্তা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। আর এ সংঘাত পুরোদমে সামরিক লড়াই ফের শুরুর ক্ষেত্রে ইন্ধন জোগাতে পারে। সেখানে ফের যুদ্ধ বেধে গেলে গাজায় মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে। এরইমধ্যে সেখানকার মানবিক পরিস্থিতির অনেক অবনতি ঘটেছে।’
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার থেকে গাজায় ইসলামি জিহাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান ও কামানের গোলা বর্ষণ করেছে। এর প্রতিশোধ নিতে ইসলামি যোদ্ধারা সহস্রাধিক রকেট হামলা চালায়।
গত বছর ১১ দিনের যুদ্ধের পর এ সহিংসতা ছিল গাজার সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মিসরের মধ্যস্থতায় রোববার রাতে একটি অস্ত্রবিরতিতে পৌঁছানোর পর লড়াইয়ের সাময়িক অবসান ঘটে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ সংঘাতে গাজা উপত্যকায় ১৫ শিশুসহ ৪৪ জন নিহত এবং ৩৬০ জন আহত হয়। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো বিবৃতির আশা করা যাচ্ছে না। বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, নিরাপত্তা পরিষদের বৈঠকের পর উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হতে পারে।