করোনায় বন্ধের পর প্রথমবার স্কুলে ফিরল ফিলিপাইনের শিক্ষার্থীরা
বিশ্বের দীর্ঘতম স্কুল ছুটির পর স্থানীয় সময় সোমবার ফিলিপাইনের লাখ লাখ শিক্ষার্থী ক্লাসরুমে ফিরে এসেছে। প্রায় দু'বছর ধরে দূরশিক্ষণের পর সে দেশের প্রায় অর্ধেকেরও বেশি স্কুলে শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়েছে।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে এসে পাঠ দিতে বিলম্ব করা কয়েকটি দেশের মধ্যে ফিলিপাইন একটি। বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে পাঠ না নিতে পারলে সঙ্কট আরো প্রকট আকার ধারণ করবে।
দেশটিতে প্রায় ২৪ হাজার সরকারি স্কুল কিংবা মোট স্কুলের অর্ধেকে সপ্তাহে পাঁচদিন শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে পাঠ নিতে পারবে।
শিক্ষা কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত এভাবেই চলবে। তারপর দেশটির দুই কোটি ৭০ লাখ শিক্ষার্থী পূর্ণ-সময়ের ক্লাসরুমে ফিরে আসবে।
সূত্র: বিবিসি।

অনলাইন ডেস্ক