মার্কিন ড্রোনকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে পাকিস্তান : তালেবান
আফগানিস্তানে মার্কিন ড্রোন প্রবেশ করতে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। আজ রবিবার তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এই অভিযোগ করেছেন। খবর রয়টার্স।
ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব কাবুলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, আমেরিকান ড্রোন পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করছে।
তিনি আরো বলেছেন, ‘আমাদের তথ্য অনুযায়ী ড্রোনগুলো পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে প্রবেশ করছে। তারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে। আমরা পাকিস্তানকে আমাদের বিরুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহার করতে নিষেধ করেছি। ’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মন্তব্যের জন্য যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল।
জুলাই মাসে কাবুলে এক ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করা হয়। তবে তালেবান বলেছে যে তারা এই হামলার তদন্ত করছে এবং তারা আল-জাওয়াহিরির মৃতদেহ খুঁজে পায়নি।
তালেবান যখন পাকিস্তান ও পাকিস্তানি তালেবান জঙ্গিদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে তখন ইয়াকুবের এই মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। এ ছাড়া পাকিস্তান অর্থনৈতিক বিপর্যয়ে জর্জরিত। বাণিজ্যের কারণে পাকিস্তানের ওপর অনেক বেশি নির্ভরশীল আফগানিস্তান।
সূত্র : রয়টার্স।

অনলাইন ডেস্ক