বিলকিস বানুর ধর্ষকদের মুক্তির প্রতিবাদে রাস্তায় মানুষ
বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে ভারতজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিলকিস। সে সময় হত্যা করা হয় শিশুসহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যকেও। আসামিদের প্রত্যেককেই যাবজ্জীবন সাজা দেওয়া হয়।
কিন্তু কারাগারে ১৫ বছর পার হতে না হতেই চলতি বছরে স্বাধীনতা দিবসে তাদের মুক্তি দেয় গুজরাট রাজ্য সরকার। এর জেরে মানুষজন রাস্তায় নেমেছে। সরকারকে ওই সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছে তারা।
ভারতীয় চলচ্চিত্র তারকা ও নারী অধিকারকর্মী শাবানা আজমি এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘বিলকিস বানুর সঙ্গে যা হয়েছে, তাঁর পরিবারের সঙ্গে যা হয়েছে, আমরা তা বরদাস্ত করতে পারি না এবং আমাদের দেশের সঙ্গে এমনটি হতে দেখতে পারি না। এ কারণেই আমরা সবাই একত্র হয়েছি এবং আওয়াজ তুলেছি। ’
প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থী আদিতি বলেন, ‘নারীবিদ্বেষ ও পুরুষতন্ত্র এতটাই বৃদ্ধি পেয়েছে এবং ধর্ষণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অনেকে একে সাধারণ ঘটনা মনে করছে। ’
এক শ’রও বেশি সাবেক সরকারি কর্মকর্তা ভারতের প্রধান বিচারকের কাছে চিঠি লিখে জানিয়েছেন, ধর্ষকদের এভাবে মুক্তির বিষয়টি জঘন্য ব্যাপার। এটি সব নারীর সুরক্ষায় নেতিবাচক ভূমিকা ফেলবে। সূত্র : বিবিসি

অনলাইন ডেস্ক