প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৬

ভারতের পূর্বাঞ্চলে ভয়াবহ বজ্রপাতে অন্তত ২৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ভারতের পূর্বাঞ্চলে ভয়াবহ বজ্রপাতে অন্তত ২৪ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলে ভয়াবহ বজ্রপাতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর খালিজ টাইমসের।

বুধবার থেকে শুক্রবারের মধ্যে এই ব্যক্তিদের মৃত্যু হয়। বিহার রাজ্যে এই ক’দিন বেশ খারাপ আবহাওয়া ছিল। এ ঘটনায় মৃত্যু হওয়া অধিকাংশ ব্যক্তিই কৃষক ও শ্রমিক বলে জানা গেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ ঘটনায় শোক জানিয়েছেন। ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ১১ জনের মৃত্যু হয়। আর আগের দুই দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার বিহারে আরও ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। এসময় বজ্রপাতের ঘটনা খুবই সাধারণ। প্রতি বছর এসময় বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়।

২০১৯ সালে ভারতে বজ্রপাতে প্রায় ২ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো।

উপরে