প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৩

পশ্চিম তীরে বাসে গুলি, ইসরায়েলি ৬ সেনা আহত

অনলাইন ডেস্ক
পশ্চিম তীরে বাসে গুলি, ইসরায়েলি ৬ সেনা আহত

অধিকৃত পশ্চিম তীরে একটি বাসে বন্দুক হামলায় চালক ও ইসরায়েলের ছয় সেনা আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারী আটক হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, একটি গাড়িতে থাকা ব্যক্তিরা বাসটিকে ওভারটেক করে। এরপরই বাসটি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

বাসটি থেমে গেলে আগুন দেয়ার চেষ্টা করে।  

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন দুই অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, তার বাহিনী তাৎক্ষণিকভাবে তাড়া করে সন্দেহভাজনদের দুজনকে ধরতে পেরেছে।

সূত্র: আলজাজিরা।

উপরে