প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৫৯

পানিতে ভাসছে বেঙ্গালুরু, আবার ভারী বৃষ্টিপাতের পূর্বভাস

অনলাইন ডেস্ক
পানিতে ভাসছে বেঙ্গালুরু, আবার ভারী বৃষ্টিপাতের পূর্বভাস

ভারতের বেঙ্গালুরুরে বিভিন্ন এরাকায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। বর্তমানে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পানি নামতে শুরু করলেও এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুই দিন ভারী বৃষ্টি হতে পারে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায়।

নতুন করে ভারী বর্ষণ শুরু হলে বেঙ্গালুরুর পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার উপকূলবর্তী এলাকা ও কর্নাটকের দক্ষিণাংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। কর্নাটকে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে।

পানি জমে রাস্তাঘাট-ঘরবাড়ি ডুবে গেছে। বেহাল পরিস্থিতিতে ও ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বেঙ্গালুরুর অধিকাংশ স্কুলই ছুটি ঘোষণা করেছে। বেশ কিছু তথ্য প্রযুক্তি সংস্থা তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার কথা বলেছে।

সূত্র : আনন্দবাজার

উপরে