প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৫৭

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় ১২০ বিদ্রোহী নিহত

অনলাইন ডেস্ক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় ১২০ বিদ্রোহী নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়দার সঙ্গে সম্পৃক্ত ‘নুসরা ফ্রন্ট’ এর আস্তানায় বৃহস্পতিবার রুশ বাহিনীর বিমান হামলায় ১২০ বিদ্রোহী নিহত হয়েছে। সিরিয়িার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ এ কথা জানায়।

রুশ বাহিনীর উদ্বৃতি দিয়ে সানা জানিয়েছে, রুশ যুদ্ধবিমান ইদলিব প্রদেশের ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টের প্রশিক্ষণ কেন্দ্র এবং পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যার রাইটস’ ও ইদলিবে রুশ বিমান হামলার সত্যতা স্বীকার করে বলেছে, বৃহস্পতিবার রুশ বাহিনী ১৪ বার হামলা চালিয়েছে এবং বিদ্রোহী অধ্যুষিত প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমি থেকে ভূেিত নিক্ষেপণযোগ্য ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে।

সিরিয়ার ইদলিব এলাকাটি নুসরা ফ্রন্টের মতো আরো বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুফের শক্তিশালী ঘাটি হিসেবে চিহ্নত।

উপরে