রাজকীয় উপাধি পাবে প্রিন্স হ্যারির সন্তানরা
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রিন্স চার্লস সিংহাসনে বসায় প্রিন্স হ্যারির ছেলে আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসর এবং মেয়ে লিলিবেট মাউন্টব্যাটেন উইন্ডসর স্বয়ংক্রিয়ভাবে এখন প্রিন্স ও প্রিন্সেস উপাধি পাবে।
তবে সাসেক্সের ডিউক হ্যারি এবং তার স্ত্রী ডাচেস মেগান মার্কেলের রাজকীয় উপাধি একই থাকবে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
মেগান গত বছরের মার্চে মার্কিন টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাত্কারে মিশ্র জাতিসত্তার কারণে আর্চিকে রাজকীয় উপাধি দেওয়া হবে না এমন ধারণা প্রকাশ করেন।
রাজকীয় উপাধি না থাকায় আর্চিকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে না জানানোয় তিনি বিস্মিত হয়েছিলেন বলে অপরাহকে জানান মেগান।
১৯১৭ সালে রাজা পঞ্চম জর্জের প্রতিষ্ঠিত প্রটোকল অনুযায়ী, রাজা বা রানির সন্তান এবং নাতি-নাতনিরা স্বয়ংক্রিয়ভাবে প্রিন্স এবং প্রিন্সেস উপাধি পাবেন। জন্মের সময় আর্চি ছিলেন রানির প্রপৌত্র। এখন চার্লস রাজা হওয়ায় তার পৌত্রপৌত্রী হিসেবে আর্চি ও লিলি প্রিন্স ও প্রিন্সেস উপাধি পাচ্ছে।
হ্যারি ও মেগান স্বেচ্ছায় ব্রিটিশ রাজপরিবারের বিভিন্ন দায়িত্ব ছেড়ে দিয়ে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেছেন। এ কারণে যুক্তরাজ্যে সফরের সময় ব্রিটিশ পুলিশ তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে চাইছে না। বিষয়টি নিয়ে হ্যারির সঙ্গে কর্তৃপক্ষের আইনি লড়াই চলছে।
সূত্র: এনডিটিভি, বিবিসি