প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:৪৫

গুয়াতেমালায় কনসার্টে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু, আহত ২০

অনলাইন ডেস্ক
গুয়াতেমালায় কনসার্টে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু, আহত ২০

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় শহর কুয়েতজালতেনাঙ্গোতে একটি কনসার্টে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার উদ্ধারকারীদের থেকে এ তথ্য জানা যায়।

টুইটারে পোস্ট করা গুয়াতেমালার রেড ক্রসের ছবিতে ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ছাড়াও দেখা যায় প্রাথমিক চিকিৎসা প্রদানকারীরা আহত ব্যক্তিদের সাহায্য করছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্টটি আয়োজন করা হয়েছিল।

স্থানীয় দমকলকর্মীরা টুইটারে জানিয়েছেন, সন্দেহভাজন হাড় ভাঙাসহ আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গুয়াতেমালার সংবাদপত্র প্রেনসা লিব্রে জানিয়েছে, কর্তৃপক্ষ এখনো মৃতদের নাম প্রকাশ করেনি।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ঐতিহ্যবাহী ‘জেলাফার’ উৎসবে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল। খোলা আকাশের নিচে কনসার্টটি শেষ হলে অংশগ্রহণকারীরা বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

গুয়াতেমালা ১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর প্রাক্তন ঔপনিবেশিক শক্তি স্পেন থেকে স্বাধীনতা লাভ করে।

সূত্র : ইউএস নিউজ।

উপরে