মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডবে ২৮ জনের প্রাণহানি
মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়া তাণ্ডব চালিয়েছে। এতে অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এপি জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এল সালভাদর এবং গুয়াতেমালায়।
এনপিআর এক প্রতিবেদনে জানিয়েছে, গত রবিবার প্রলয়ঙ্করী ঝড়টি নিকারাগুয়ায় আঘাত হানে।
গুয়াতেমালার আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা। উদ্ধার কাজ চালাতে গিয়ে মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে।
এল সালভাদরের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে পাঁচ সেনাসদস্যসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সেনাসদস্যরা কোমাসাগুয়া শহরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে দেয়াল ধসে তাদের মৃত্যু হয়।
ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে পূর্বাঞ্চলীয় গুয়াতাজিয়াগুয়া শহরে আরো দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া স্রোতের কবলে পড়ে এবং গাছ চাপা পড়ে আরো দুজনের মৃত্যু হয়েছে।
সূত্র: এনপিআর, এপি

অনলাইন ডেস্ক