বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে পাকিস্তানের করাচিতে মালালা
নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে পাকিস্তানের করাচিতে গেছেন। জিও নিউজ জানিয়েছে, আজ মঙ্গলবার মালালা সেখানে গেছেন। এ নিয়ে দ্বিতীয়বার নিজ দেশ পাকিস্তান সফর করছেন ২০১৪ সালে নোবেলজয়ী মালালা।
মালালা ইউসুফজাইয়ের সঙ্গে তার মা-বাবাও রয়েছেন। তাদের এ সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক রেসকিউ কমিটির (আইআরসি) জন্য জরুরি ত্রাণসহায়তা অনুমোদন করে মালালা ফান্ড। বন্যাদুর্গত সিন্ধু ও বেলুচিস্তানের নারীদের মনস্তাত্ত্বিক সহায়তা প্রদানে এ অর্থ ব্যয় করা হবে।
মালালা ফান্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত ১০টি সরকারি বালিকা বিদ্যালয়ের সংস্কার ও পুনর্বাসনের কাজ করা হবে।
সূত্র : জিও টিভি।

অনলাইন ডেস্ক