ইউক্রেনের জন্য ৭২ কোটি ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের জন্য আবারও বড় সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত দেশটিকে ৭২ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এ সহায়তা কর্মসূচির আওতায় অস্ত্র, গোলাবারুদসহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
শনিবার খবরে বলা হয়, সহায়তার মধ্যে ভ্রাম্যমাণ রকেট লঞ্চার হিমার্স ও দূরপাল্লার গোলন্দাজ অস্ত্র রয়েছে যা এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বেশ সাফল্য দেখিয়েছে।
সহায়তা সরঞ্জামের মধ্যে গোলাবারুদ, সাঁজোয়া যান ও চিকিত্সা সামগ্রীও থাকবে। মূলত নতুন অস্ত্রশস্ত্র সরবরাহ না করে সহায়তা বাড়ানোর উদ্দেশ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘অসাধারণ সাহস ও সীমাহীন দৃঢ়তা নিয়ে মুক্তি ও স্বাধীনতা রক্ষার লড়াই করার কারণে আমরা ইউক্রেনে মানুষের পাশে থাকা অব্যাহত রাখব। ’ সূত্র: বিবিসি

অনলাইন ডেস্ক