বাইডেনের মন্তব্যে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানকে বিশ্বের অন্যতম 'বিপজ্জনক দেশ; এবং 'সমন্বয়হীন পারমাণবিক অস্ত্রধারী' আখ্যায়িত করার পর দেশটিতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিলাওয়াল ভুট্টো বাইডেনের মন্তব্যে বিস্মিত হয়েছেন জানিয়ে বলেন, পারস্পরিক যোগাযোগের ঘাটতিতে এ ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়।
তিনি আরো বলেছেন, তিনি মনে করেন না যে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে ডেমোক্রেটিক পার্টির প্রচারণা কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেন। পাকিস্তান ছাড়াও চীন এবং রাশিয়ার সমালোচনা করেছেন বাইডেন। চীন এবং রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।
বাইডেন বলেছেন, 'আমি মনে করি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি পাকিস্তান। কোনো সমন্বয় ছাড়াই তারা পারমাণবিক অস্ত্র রেখেছে। '
সূত্র : রয়টার্স

 অনলাইন ডেস্ক
                    
                অনলাইন ডেস্ক             
             
 
 
 
 
 
 
 
 
 
 
