রাশিয়ার নতুন সুংযুক্ত অঞ্চলে সামরিক আইন জারি পুতিনের
মস্কোর কাছে হারানো গুরুত্বপূর্ণ খেরসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনারা। ফলে পরিস্থিতি দিনকে দিন জটিল হয়ে উঠছে।
এমন পরিস্থিতিতে ইউক্রেন এবং বিরোধপূর্ণ অঞ্চলের সীমান্তবর্তী রুশ অঞ্চলের পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকে প্রেসিডেন্ট পুতিন খেরসন, জাপোরোজিয়ে, দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুগানস্ক পিপলস রিপাবলিকে সামরিক আইন জারি করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেন।
পুতিন বলেন, আমি রাশিয়ান ফেডারেশনের এই চারটি সংবিধানিক অঞ্চল (দোনেৎস্ক, লুগানস্ক, জাপোরোজিয়া এবং খেরসন) সামরিক আইন জারির ডিক্রি স্বাক্ষর করেছি। এটি দ্রুত ফেডারেশন কাউন্সিলের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং রাজ্য ডুমাকে সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হবে।
এর আগে খেরসনে কিয়েভের আগ্রাসন নিয়ে ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার বলেছেন, খেরসনের পরিস্থিতি গুরুতর। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে নিশ্চিত করবে রুশ সেনাবাহিনী।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রথম দিকে খেরসনের নিয়ন্ত্রণ হারায় কিয়েভ। তবে সপ্তাখানেক ধরে পাল্টা হামলা চালিয়ে খেরসনের বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে। এবং লড়াই অব্যাহত রেখেছে।

অনলাইন ডেস্ক